আগ্রাসি ব্যাটিংয়ে এনামুলের ১৮৪ রানের ইনিংস
চলমান প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছেন এনামুল হক বিজয়। আজ রোববারও বিকেএসপিতে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি। ডাবল সেঞ্চুরি না পেলেও খেললেন ১৮৪ রানের অসাধারণ ইনিংস। তাঁর ব্যাটে চড়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ৩৮৮ রান করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ প্রিমিয়ার লিগে ওপেনিংয়ে নেমে ৪১ ওভার পর্যন্ত টিকে ছিলেন এনামুল। এর মধ্যে ২০তম ওভারে এক রান নিয়ে ৭৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এনামুল। এরপর ৩৫তম ওভারে রাহাতুল ফেরদৌসকে লং অন দিয়ে চার মেরে স্পর্শ করেন দেড়শ।
দেড়শ ছুঁয়ে লক্ষ্য রাখেন ডাবল সেঞ্চুরিতে। পানি বিরতি নিয়ে নিজেকে প্রস্তুত করেই নেন। কিন্তু, শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পারলেন না। শাইনপুকুরের বোলার আসাদুজ্জামান পায়েলের খাটো লেন্থের বলটি নিচু হয়ে স্পর্শ করে এনামুলের পায়ে। সঙ্গে সঙ্গে আবেদন করেন পায়েল। তাতে সাড়া দেন আম্পায়ার। ডাবল সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়লেন এনামুল। ১৮৪ রানেই থামতে হলো তাঁকে। ১৪২ বলের ইনিংসে ছিল ১৮ চার ও ৮ ছয়।
এনামুলের বিদায়ের পর নাসির হোসেন ৩২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬১ রানের ইনিংস খেলেন। ফলে প্রাইম ব্যাংক পায় ৩৮৮ রানের দলীয় সংগ্রহ।