আঙুলের চোটে ছিটকে পড়ার শঙ্কায় রোহিত
বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়ের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। এতে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মাঠের বাইরে যেতে হয়েছে তাঁকে। চোটে ছিটকে পড়ার শঙ্কাও উঠেছে। রোহিতের বদলে মাঠে ফিল্ডিং করছেন রজত পতিদার এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
আজ বুধবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে আসেন লিটন-বিজয়। প্রথম ওভারে ভারতীয় বোলার দীপক চাহার দিয়েছিলেন মাত্র ১ রান।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকান বিজয়। ১.৪ ওভারে দুর্দান্ত ইনসুইংগার দিয়েছিলেন সিরাজ। জায়গা ঠিক না করে ব্যাট চালান বিজয়। ব্যাটের হাতলে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার কাছে। কিন্তু সেটি ধরতে পারেননি রোহিত। উল্টো বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে জীবন পেয়েও পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এনামুল হক বিজয় (১১)।
এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোটের অবস্থা বোঝার জন্য রোহিতকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্ক্যান করলে জানা যাবে মাঠে ফিরতে পারবেন কি না তিনি।
অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় একের পর এক উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। ১৮.৬ ওভারের মধ্যে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করছেন মেহেদি-মাহমুদউল্লাহ। এই জুটিতে ভর করে খাদের কিনারা থেকে ধীরে ধীরে রানে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান।