আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন খালেদ
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দলের হারের সঙ্গে পেসার খালেদ আহমেদের ভাগ্যে জুটল আরেকটি হতাশা। সিরিজের দ্বিতীয় টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন তরুণ এই পেসার।
এক বিবৃতিতে আজ মঙ্গলবার খবরটি জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পোর্ট এলিজাবেথ টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় বাংলাদেশের পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভাঙার কারণে এই শাস্তি পেলেন খালেদ। মূলত লেভেল-১ ভাঙায় খালেদের ডিসিপ্লিনারি রেকর্ডের পাশে জরিমানার সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে ঘটনাটি ঘটে। খালেদের বল মোকাবিলা করে স্ট্রাইকিং প্রান্তেই দাঁড়িয়েছিলেন প্রোটিয়া তরকা ভেরিয়েন্নে। কিন্তু এরপরও বল ছুঁড়ে মারেন খালেদ। বল গিয়ে লাগে ভেরিয়েন্নের গ্লাভসে। এই ঘটনার জন্য শাস্তির মুখে পড়লেন খালেদ।
ঘটনাটির জন্য অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও অ্যালাহুডিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে অভিযোগ আনেন। অ্যান্ডি পাইক্রফটের থেকে শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশের পেসার।