আজও তাসকিনের উড়ন্ত সূচনা
প্রথমেই উইকেট নিয়ে দলের জন্য শুভ সূচনা করে দেওয়া পেসার তাসকিন আহমেদের নিয়মে পরিনত হয়েছে। যথারীতি জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দলীয় ৪ রানে ওয়েসলি মাধেভেরেকে ৪(৩) ফেরান তাসকিন।
দ্বিতীয় ওভারে বল করতে এসে হাসান মাহমুদ দেন ৭ রান। পরের ওভারে তাসকিন এসে আবারও উইকেট তুলে নেন। এবার দলীয় ১৭ রানে জিম্বাবুয়েন অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৮(৭) ফেরান তিনি।
এভাবেই দলের জন্য উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন। নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুতে উইকেট এনে দিয়েছিলেন এই পেসার।
ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে জিম্বাবুয়ে।