আজ রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি সমর্থক কাদের? প্রশ্নটার অবধারিত উত্তর আসবে ব্রাজিল ও আর্জেন্টিনার। তাদের ম্যাচ থাকা মানে চারিদিক উৎসবে পরিণত হওয়া। নাওয়া-খাওয়া ভুলে প্রহর গুণতে থাকে সকলে, কখন বাজবে রেফারির শুরুর বাঁশি। যদি একই দিনে দুই দলের খেলা থাকে, তাহলে তো কথাই নেই।
ভক্তদের উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিতে আজ একই দিনে মাঠে নামবে লাতিন দুই পরাশক্তি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাত ৯টায় ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। রাত ১টায় আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামার আগে ব্রাজিল আছে ফুরফুরে মেজাজে। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে নেইমাররা। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে দিতে হয়েছে স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা। জাপানের বিপক্ষে জয় এসেছে পেনাল্টি শ্যুটআউটে।
শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সহজেই বাধা টপকান লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথ সুগম করে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রকে যত সহজে টপকানো গেছে, আর্জেন্টিনা ততটা সহজ হবে না, তা জানে ডাচরা। লুসাইল স্টেডিয়ামে নামার আগে সর্বোচ্চ প্রস্তুত হয়েই নামবে তারা।
ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ দল, আর্জেন্টিনা খেলবে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিশ্বকাপ এমন এক আসর, যেখানে প্রতি ধাপে অপেক্ষা করছে এমন সব দল, যাদের লক্ষ্যটাও বিশ্বকাপ জয়।
তাই, বিপক্ষে কে আছে তারচেয়ে জরুরি নিজেদের কী আছে। ব্রাজিল-আর্জেন্টাইন ভক্তরা কী আছের জবাবে বলতেই পারে, মেসি-নেইমার আছে। যাদের ঘিরে স্বপ্ন দেখছে ভক্তরা।