আপিএলের নিলাম চলাকালীন অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক
তখন নিলাম চলছিল। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হঠাৎ নিলাম সঞ্চালনা করতে করতেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন হিউ এডমিডস। তাই আপাতত মধ্যাহ্নভোজের বিরতি চলছে।
এই নিয়ে চতুর্থবার আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন হিউজ।
এদিকে আইপিএল কর্তৃপক্ষ এডমিডসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই আজ এই ব্রিটিশ নিলামকারীকে বিশ্রামে রাখা হয়েছে। তাঁর জায়গায় নতুন নিলাম সঞ্চালকের দায়িত্ব নিচ্ছেন উপস্থাপক চারু শর্মা।
আজ শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় আইপিএলের মেগা নিলাম। এবারের আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে আরো দুটি ফ্র্যাঞ্চাইজি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। তাই আরো রোমাঞ্চকর হতে চলেছে এবারের আইপিএল।
এই লিগে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। ১৫ কোটি রুপি দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মোহাম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।
একই ভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি রুপি দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।