আফগানদের বিপক্ষে বাংলাদেশের যুব দল ঘোষণা
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার মেহরাব হোসেনের নেতৃত্বে ১৬ জনের দল জানিয়েছে ক্রিকেট বোর্ড।
আসন্ন এই সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে রাখা হয়েছে ১০ জন ব্যাটসম্যান ও তিনজন পেসার। এ ছাড়া আছেন তিন স্পিনার ও এক অলরাউন্ডার। দুজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
আফগানিস্তান অনূর্ধ-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের যুবারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইস মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুসফিক হাসান, রিপন মন্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন ও গোলাম কিবরিয়া।
স্ট্যান্ড বাই: আরিফ আহমেদ আনিক, শাহরিয়ার আল মাহিন।