আফগানদের হুমকিতে চিন্তিত নন তামিম
রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীর সমন্বয়ে গঠিত আফগানিস্তানের স্পিন আক্রমণ। বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন বললেও ভুল বলা হবে না। যে কোনো দলের জন্যই তা বড় হুমকি। আফগানিস্তানের স্পিনারদের নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা জানি কিভাবে তাদের মোকাবিলা করতে হয়। আমি কোনো বোলারের কথা বলছি না। তাদের স্পিন আক্রমণ বিশ্বসেরা। অবশ্য তাদের বিপক্ষে ভালো করার সামর্থ্য আমাদের আছে।’
আফগানিস্তানের বিপক্ষে খেলা আট ম্যাচের পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ছয় ম্যাচের চারটিতে হেরেছে লাল-সবুজের দল।
এ ব্যাপারে তামিম বলেন, ‘ওয়ানডে আমাদের প্রিয় ফরম্যাট। আমরা কাল ওয়ানডে খেলতে নামছি। আশা করছি, আমাদের শুরুটা ভালো হবে। প্রতিপক্ষ কি করতে পারে তা না ভেবে, আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সহজে রান দেবে এমন বোলার কমই পাবেন। আমাদের সেরা সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’
কাল বুধবার ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।