আফিফকে বল মারায় আফ্রিদির জরিমানা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। অহেতুকভাবে তিনি স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আফিফ হোসেনের স্টাম্পে বল থ্রো করেন। যাতে আঘাত পেয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন আফিফ।
এই ঘটনার জন্য আফ্রিদির শাস্তি পাওয়া অনুমিতই ছিল। অবশেষে সেটাই হলো। আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা করা হলো শাহীন শাহ আফ্রিদিকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানি পেসারকে। এই ঘটনার জন্য ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে নিজের ভুল স্বীকার করে নেন আফ্রিদি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
গতকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৫ রানে হারিয়ে ফেলে দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমকে। দুই উইকেট হারানোর চাপ সামলাতে নাজমুল হোসেন শান্তের সঙ্গে হাল ধরেন আফিফ হোসেন। কিন্তু তিনি উইকেটে থাকাকালীনই ঘটে যায় একটি অপ্রীতিকর ঘটনা।
ইনিংসের তৃতীয় ওভারে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির বল ডিফেন্স করেন আফিফ। কিন্তু বোলার আফ্রিদি ফিরতি বল হাতে নিয়েই থ্রো করেন। অথচ তখন ক্রিজ থেকেই বের হননি আফিফ। আফ্রিদির থ্রো করা বল তাঁর পায়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান আফিফ।
তখন অবশ্য আফ্রিদিই ছুটে যান। ক্রিজে গিয়ে আফিফকে ধরেন। এরপর হাত উঁচিয়ে দুঃখপ্রকাশ করেন পাকিস্তানি তারকা বোলার। এরপর বাংলাদেশের ফিজিও মাঠে ঢুকে শুশ্রূষা করে আফিফকে সুস্থ করে তোলেন। উঠে দাঁড়িয়ে ২০ বলে ২১ রানের ইনিংস উপহার দেন আফিফ। নবম ওভারে শাদাব খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। যদিও ম্যাচটিতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।