আবার অবিক্রীত সাকিব!
গতকাল শনিবার আইপিএলের প্রথম দিনের নিলামে অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান। আজ রোববার দ্বিতীয় দিনে আবার নিলামে তোলা হয় এই বাংলাদেশি তারকাকে। এবারও কোনো দল আগ্রহ দেখায়নি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার নেয়নি কোনো ক্লাব।
২০১১ সালের পর এই প্রথম আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে।
এবারের আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে নিয়ে দলগুলোর প্রত্যাশা অনেক বেশি থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু নিলামে দেখা গেল উন্টো চিত্র।
ধারণা করা হচ্ছে, পুরো আইপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে ছিল ফ্র্যাঞ্চাইজি গুলো। এটিই হতে পারে সাকিবের অবিক্রীত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরু আর শেষের দিকে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ রয়েছে। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ। মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি শুরুর সম্ভাব্য তারিখ, ২৭ মার্চ। দল পেলে আইপিএলের শুরু থেকেই সাকিবের খেলার পথে কোনো বাধা রাখবে না বিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের দুটি টেস্ট খেলবেন না সাকিব।
এদিকে চলমান বিপিএলে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন সাকিব। প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়াচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের হাত ধরে উড়ছে ফরচুন বরিশালও।