আবার কলকাতা নাইট রাইডার্সে সাকিব
২০১৮ সালের নিলামের আগে বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার দুই কোটি রুপিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুই মৌসুম দলটিতে খেলেও ছিলেন তিনি। নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলতে না পারলেও আবার আইপিলে ফিরছেন তিনি। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা।
আজ বৃহস্পতিবার চেন্নাইতে আইপিএলের নিলামে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশি তারকার জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব তাঁকে দলে পাওয়ার আগ্রহ দেখায়। একপর্যায়ে জমে ওঠে লড়াই। তাই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা।
আইপিএলের নিলামে সাকিব ছাড়াও আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ। উনিশ নম্বর সেটে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর ৩২ নম্বর সেটে আছেন মাহমুদউল্লাহ।
আইপিএলের দলগুলোর বিদেশি খেলোয়াড়দের কোটা একেবারেই কম। যা আছে সেটা শুরুর কয়েক সেটেই শেষ হয়ে যেতে পারে।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, ২০২১ আসরের জন্য মোট এক হাজার ৯৭ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। যার মধ্যে ৮১৪ জন ভারতীয় ক্রিকেটার, বাকি ২৮৩ জন বিদেশি। এঁদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৯২ জন ক্রিকেটার।
নিবন্ধন হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য দুই কোটি রুপি। এই তালিকায় ছিলেন সাকিব, কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।
এক নম্বর সেটে আছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইস, করুন নায়ার, জেসন রয়, স্টিভেন স্মিথ ও হনুমা বিহারি। দুই নম্বর সেটে সাকিবের সঙ্গে মইন আলি, শিবাম দুবে, কেদার যাদব, দাভিদ মালান, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস মরিস।
মুস্তাফিজের সঙ্গে চার নম্বর সেটে আছেন শেলডন কটরেল, ন্যাথান কোল্টার-নাইল, অ্যাডাম মিল্ন, জাই রিচার্ডসন, মার্ক উড ও উমেশ যাদব।