আবাহনীর দারুণ জয়
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তারা ২০ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।
আজ রোববার বিকেএসপির দুই নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে আবাহনীর হয়ে মাঠে নেমে আফিফ হোসেন ২২ বলে ২৩ রান করেন।
তবে ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিল নাঈম শেখের ব্যাট। ১১৮ বলে ৮৪ রানের একটি ঝলমলে ইনিংন খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত ৬৩ ও শামীম হোসেনের ৪২ রান করে দলকে এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দেন।
জবাবে খেলাঘর ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায়। প্রথমে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ (১৫)। অমিত মজুমদার ৭৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেও পারেননি দলকে জয়ের দুয়ারে নিয়ে যেতে। আর অমিত হাসান ৫৪ রান করেন। অন্যরা আসা-যাওয়ায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত পারেনি খেলাঘর। তাই হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
আবাহনীর হয়ে তিনটি করে উইকেট নেন আরাফাত সানি ও তানজিম হাসান সাকিব।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ২৬১/৯ ওভার ৫০, (নাঈম শেখ ৮৪, সৈকত ৬৩, শামীম ৪২ ও আফিফ ২৩; মেহেদী ২/৩১, ইমন ২/৫৮)।
খেলাঘর : ২৪১/৯ ওভার ৫০, (অমিত মজুমদার ৭৯, অমিত হাসান ৫৪, ইফতেখার ১৮, পিনাক ঘোষ ১৫; আরাফাত ৩/৪৪, সাকিব ৩/৪৪)।