আমরা সবদিক থেকে প্রস্তুত, ইংলিশ পরীক্ষার আগে হাথুরুসিংহে
ঘরের মাঠে বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন বছরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজে স্বাভাবিকভাবেই কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তবে ইংলিশ পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে তেমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কদিন আগেই বাংলাদেশে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেবার পর ইংল্যান্ড সিরিজই তার প্রথম অ্যাসাইনমেন্ট। যদিও প্রথম সিরিজের আগে খেলোয়াড়দের কাজ করার খুব বেশি সময় পাননি হাথুরুসিংহে। তবে গত এক সপ্তাহে দলকে পুরোপুরি প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, 'আমি মনে করি, গত কদিনে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ম্যাচের আবহে অনুশীলন করেছি। যেটা খুব ভালো দিক। ক্রিকেটারদের নিবেদন দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় তারা সবদিক থেকে প্রস্তুত।'
ক্রিকেটারদের উন্নতি নিয়ে হাথুরুসিংহে আরও বলেছেন, 'আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।'
প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে জানতে চাইলে কোচ বলেছেন, 'আমার মনে হয় না প্রথম দুই ম্যাচে খুব একটা পরিবর্তন আসবে। কারণ আমরা এভাবে সাফল্যে পাচ্ছি। শুধুমাত্র কন্ডিশনের ওপর বিবেচনা করে কম্বিনেশন ঠিক করা হবে।'
আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও ইংলিশদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।