আমরা সেমিতে যাওয়ার মতো খেলতে পারিনি : বুলবুল
ফরমেটের নাম যখন টি-টোয়েন্টি, ঠিক তখনই মলিন হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স। আর সেটি যখন বিশ্বকাপের আসর তখন যেন নাস্তানাবুদ দশা হয় দলের। দু’একজন জ্বলে উঠলেও বাকিদের মলিনতায় সফলতা আসে না দিন শেষে।
বিশ্বকাপ আসরে প্রথম জয়ের পরে দ্বিতীয় জয়ের জন্য সাকিবদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৫ বছর। চলতি বিশ্বকাপে বাছাই পর্বে খেলা নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়েকে হারিয়ে বাহবা নিতে চাওয়া ক্রিকেট দলের সামর্থ্য নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে। এ নিয়ে সাবেক অধিনায়ক এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আক্ষেপ জানিয়েছেন।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে এনটিভিকে বুলবুল বলেন, ‘বিশ্বকাপে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলতে পারিনি। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বা ভারতের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলতে পারিনি। যদিও ভারতের বিপক্ষে আমাদের একটা সুযোগ এসেছিল, কিন্তু সেটি কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় না, এই আসরে সেমিফাইনালে যাওয়ার মতো ক্রিকেট আমরা খেলতে পেরেছি।’
বুলবুল আরও বলেন, ‘টি-টোয়েন্টি ফরমেটে আমাদের অসঙ্গতি রয়েছে। অন্যান্য দলের সাথে আমরা যাত্রা শুরু করেছি। সে জায়গা থেকে আমাদের অবস্থান আরও ভালো হওয়ার কথা ছিল। আমরা আসলে সেভাবে ঘরোয়া ক্রিকেট খেলি না। যারা টেস্ট খেলে তারাই ওয়ানডে, আবার তারাই টি-টোয়েন্টি খেলে। এ জায়গা থেকে বের হয়ে আসা উচিত। প্রতিটি ফরমেটের খেলোয়াড় তৈরি করার চেষ্টা করতে হবে।’
এই বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৩ রানে আর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। সবশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। এরপরে বিশ্বকাপের মূল পর্বে জয় পেতে দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করেছে লাল-সবুজের দল। সে হিসেবে এবারের বিশ্বকাপ সাকিবদের জন্য আরাধ্য জয় এনে দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে, ভারতের বিপক্ষে ৫ রানে ও পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে কিছুটা মলিন হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।