আরব আমিরাতের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি নিতে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রস্তুতি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি দুবাই স্পোর্টসে দেখতে পারবেন আর্জেন্টাইন ভক্তরা।
এদিকে ফেবারিট তকমা লাগিয়ে নিজেদের ওপরে বাড়তি চাপ তৈরি করতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। কারণ এটি ফুটবল। কী ঘটবে সেটি ফুটবলে আগে থেকে বলে দেওয়া কঠিন। এটি সুন্দর খেলা, কিন্তু মাঝে মাঝে ভীষণ পরিবর্তনশীল। আমাদের খেলোয়াড়েরা ভালো অবস্থানে রয়েছে। আর কিছুটা ভাগ্যও সঙ্গে থাকলে আমরা ভালো কিছু করতে পারব।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।