আরেকটি জয় সাকিবের কলকাতার
ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠির ঝড়ে উড়ে গেল মুম্বাই ইন্ডিয়ানস। এবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল গতবারের চ্যাম্পিয়নরা।
আবুধাবিতে প্রথমে ব্যাট করে ১৫৫ রান গড়ে মুম্বাই। সেই রান তাড়া করতে নেমে সাকিব আল হাসানের কলকাতা খরচ করেছে ১৫.১ ওভার। তারা হাতে রেখেছে সাত উইকেট ও ২৯ বল।
দেড়শোর ওপর রান চেজ করতে নেমে শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার শুরু থেকেই ঝড় তোলেন। গিল ৯ বলে ১৩ রান বুমরাহর বলে বোল্ড হয়ে ফিরে গেলেও অন্যরা সে ধারাবাহিকতা ধরে রেখেছেন। রাহুল ত্রিপাঠি ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে মুম্বাই একরকম উড়ে যায়। ট্রেন্ট বোল্ট, বুমরাহ ও চাহারদের বল হাতে কিছুই করতে পারেননি। রাহুল ৩৮ বলে ৬৭ ও ভেঙ্কটেশ ৩০ বলে ৫৩ রান করেন।
টস জিতে আগে ব্যাট করতে নামে মুম্বাই। বড় সংগ্রহ গড়ার আশা দেখিয়েছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। রোহিত ৩৩ করে ফিরে গেলে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে আর পারেনি বড় সংগ্রহ গড়তে।
ডি কক ৪২ বলে ৫৫ করলেও বাকিরা পারেননি ভালো কিছু করতে। শেষদিকে পোলার্ড ১৫ বলে ২১ না করলে দেড়শ-ও করতে পারত না মুম্বাই। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণ। এক উইকেট নেন নারিন।
অবশ্য এই ম্যাচেও উইনিং কম্বিনেশন ভাঙেনি কলকাতা। তাই একাদশে ছিলেন না বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ।