আরেকটু হলেই জ্ঞান হারাতেন পাপন
গ্যাবায় শ্বাসরুদ্ধর এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচের শেষ ওভারের নাটকীয়তা ছুঁয়েছে ক্রিকেট ভক্তদের। অনিশ্চিয়তার দোলাচালে দুলতে থাকা ম্যাচের শেষ ওভারে ‘নো বল’ মূলত নাটক জমিয়ে তুলেছিল।
যে নাটকে আঁতকে উঠেছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে সভাপতি জানালেন, আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতেন তিনি।
আজ রোববার বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়েকে শেষ বলে হারিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ বলে ‘নো বল’ কাণ্ড ক্রিকেট ভক্তদের চোখ কপালে ওঠার মতো অবস্থা তৈরি করে।
গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দুইবার জিতেছে। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে করতে দুদল কুশল বিনিময় শেষ করে ফেলে। কিন্তু না, শেষ হয়েও যেন হলো না! যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল।
এর পর আবার নামতে হয় দুদলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে। ধারাভাষ্য কক্ষ থেকেও তখন ভেসে আসছিল, বাংলাদেশ অফিশিয়ালি জিতেছে!
এমন রুদ্ধশ্বাস জয়ের পর বিসিবিপ্রধান প্রতিক্রিয়া, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব—এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’
বিসিবিপ্রধান মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল বাংলাদেশের। তাঁর ভাষায়, ‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যে কোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিততে চাইতো। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’