আর্জেন্টিনার সেই চার খেলোয়াড় নিজেদের ক্লাবে ফিরে যাচ্ছেন
এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভান্নি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া—এই চারজনকে ঘিরেই মূল ঝামেলার শুরু হয়। এই চারজনের বিরুদ্ধে কোয়ারেন্টিন না মানার অভিযোগ তোলে ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সংস্থা আনভিসা। যে কারণে স্থগিত হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ। যাদের ঘিরে এত আলোচনা, সেই খেলোয়াড়দের নিয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। তাই ওই চার খেলোয়াড়কে অব্যাহতি দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আগামী ১০ সেপ্টেম্বর সকালে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।
মার্টিনেজ, রোমেরো, সেলসো ও এমিলিয়ানোকে নিজেদের ক্লাবে ফিরে যাওয়া জন্য বলা হয়েছে। অ্যাস্টন ভিলায় ফিরে গেছেন যান গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মিডফিল্ডার বুয়েন্দিয়া। আর টটেনহ্যামে ফিরছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার জোভান্নি লো সেলসো। তবে এই চারজনের পরিবর্তে কারা খেলবেন সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
মার্টিনেজররা আর্জেন্টিনা থেকে মাদ্রিদ হয়ে ইংল্যান্ডে না গিয়ে ক্রোয়েশিয়ায় যাওয়ার কথা। কারণ সরাসরি ইংল্যান্ডে গেলে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। সেই ধাক্কা কিছুটা এড়াতে অন্য দেশ হয়ে যেতে হচ্ছে তাঁদের। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ায় ১০দিন কোয়ারেন্টিন করে গেলেই হবে।
অন্যদিকে একই নিয়ম মানতে হচ্ছে টটেনহ্যামের হয়ে খেলা রোমেরো ও লো সেলসোদেরও। ১৪ দিনের বদলে ক্রোয়েশিয়ায় গিয়ে ১০ দিনের কোয়ারেন্টিন মেনে যেতে হবে তাঁদের।
এদিকে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের ঘটনাটি তদন্ত গিয়ে পড়েছে ফিফার কাছে। ম্যাচের শুরুতে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, তদন্তের পর ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে ফিফা বিবৃতিতে বলেছে, ‘২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার বিষয়টি নিয়ে ফিফা ব্যথিত। পাশাপাশি এই কাণ্ডে বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্ত ব্রাজিল-আর্জেন্টিনার মতো দুটি গুরুত্বপূর্ণ দলের খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ায় ফিফা দুঃখিত। এই ম্যাচের আনুষ্ঠানিক রিপোর্ট ফিফার কাছে পৌঁছেছে। এই তথ্যগুলো ফিফার প্রতিযোগিতা আয়োজক কমিটি খতিয়ে দেখবে এবং যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত রোববার দিবাগত রাতে মূল কাণ্ডটা ঘটে কোয়ারেন্টিন ইস্যুকে কেন্দ্র করে। এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো—এ চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিন না মানার অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ম্যাচ শুরু হওয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠে ঢুকে যাওয়ায় এক পর্যায়ে ম্যাচটি স্থগিত হয়ে যায়। এরপর ম্যাচ না খেলেই সাও পালো ছেড়ে স্থানীয় সময় শেষ রাতে নিজ দেশে ফিরে যায় আর্জেন্টিনা দল।