আর্জেন্টিনার হয়ে খেলতে ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন মার্টিনেজ
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে উঠলেও ওই ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে সমালোচনা হচ্ছে লাউতারো মার্টিনেজকে নিয়ে। এই সমালোচনার মধ্যেই জানা গেল, মার্টিনেজের অ্যাঙ্কেলের সমস্যা আছে। আর দেশের হয়ে খেলতে সেই সমস্যার জন্য ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন আর্জেন্টাইন তারকা।
মার্টিনেজের এজেন্ট আলেহান্দ্রো কামাচোর বরাত দিয়ে খবরটি জানিয়েছে গোল ডটকম। আলেহান্দ্রো বলেছেন, ‘লাউতারো ইনজেকশন নিচ্ছে, কারণ তার অ্যাঙ্কেলে অনেক ব্যথা হচ্ছে। ব্যথা দূর করার জন্য সে কঠোর পরিশ্রম করছে। পুরোপুরি সেরে উঠলে সে মাঠে সেরাটা দেখাতে পারবে। বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন সে। মানসিকভাবে সে খুব শক্ত। কিন্তু সৌদি আরবের বিপক্ষে গোলগুলি না পাওয়া তার জন্য কঠিন মুহূর্ত ছিল।’
সৌদি আরবের বিপক্ষে দুবার গোল করার পরও অফসাইডের কারণে গোলহীন থেকে যান মার্টিনেজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। তাই মূলত মার্টিনেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদমাধ্যমে।
এদিকে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার লড়াই আগামীকাল শুক্রবার। শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বাধা কাটাতে পারলেই শেষ চারের টিকেট পাবে লিওনেল স্কালোনির দল।