আর্জেন্টিনা ম্যাচে দর্শক চাহিদা পূরণে লাগবে দুটো স্টেডিয়াম!
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ। সেটি আবার অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে। আগামী শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় পানামার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসি- ডি মারিয়ারা। দেশের মাটিতে বিশ্বজয়ী তারকাদের দেখতে উপচে পড়া ভীড় হবে, তা অনুমান করতে বেগ পাওয়ার কথা নয়। ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্তাদিও মনুমেন্টাল আর্জেন্টিনার সবচেয়ে বড় স্টেডিয়াম।
ইএসপিএন, ইউকের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটির টিকিট পেতে আবেদন করেছিল প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ। মজার ব্যাপার হলো, অনলাইনে টিকিট ছাড়ার পর তা কেনার চেষ্টা করেছিল প্রায় ১৫ লাখ মানুষ! এমনিতেই এই আর্জেন্টিনা দলের প্রতি সবার আলাদা ভালোবাসা আছে। তার উপর এই ম্যাচে মাঠে নামবে বহুল আকাঙ্খিত তিন তারকাখচিত জার্সি পরে। জার্সিতে আরেকটি তারকা বসাতে মেসিদের লেগেছে ৩৬ বছর!
টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫৯ মার্কিন ডলার। বাংলাদেশি মূল্যে যা প্রায় ৬ হাজার ৩০০ টাকা। সর্বোচ্চ মূল্য ২৪১ ডলার বা ২৫ হাজার ৮০০ টাকা। যদিও, টিকিটের মূল্য এখানে মূল্যহীন। মেসিদের দেখতে যে টাকা খরচ করতে দ্বিতীয়বার ভাববে না ভক্ত-সমর্থকরা। জাদুকরের মায়ায় দেড় ঘন্টা মোহাচ্ছন্ন হয়ে থাকতে পারাটাই পরম সৌভাগ্যের।
এ প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘সবার ইচ্ছে পূরণ করতে পারলে আমি খুব খুশিই হতাম। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে টিকিটের এত চাহিদা এবারই প্রথম। যতগুলো আবেদন পড়েছে, সবাইকে টিকিট দিতে গেলে আমাদের দুটো মনুমেন্টাল স্টেডিয়াম লাগবে।’
যদিও তাপিয়া বলেছেন, দুটো স্টেডিয়াম হলে হয়তো সবার আকাঙ্খা পূর্ণ হতো। কিন্তু সবার মতো তিনিও জানেন, তখন হয়তো আরও দুটো স্টেডিয়ামের প্রয়োজন হতো। আর্জেন্টিনার প্রতি সবার ভালোবাসা যে এখন আকাশসম।