‘আর্লিং হলান্ড মানুষ নন’
চলতি মৌসুমের আগে আর্লিং হলান্ডকে দলে ভিড়িয়ে যেন ফুটবলের ট্রাম্প কার্ডই পেয়ে গেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে একের পর এক ম্যাচে চমক দেখিয়ে যাচ্ছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার ।
দলটির হয়ে গত আট ম্যাচেই করেছেন তিনটি হ্যাটট্রিক। উড়তে থাকা এই হলান্ডকে কেউ বলছেন গোল মেশিন। হলান্ডের সতীর্থরাও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশের কাছে তো বলেই দিলেন, যে গোল করার জন্য হালান্ড জায়গা মতো তৈরি থাকেন। ম্যাচ শেষে তেমনই সোজা সাপ্টা বললেন গ্রিলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে ৫-০ ব্যবধানের জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে জোড়া গোল করেছেন হলান্ড।
সতীর্থের গোল নিয়ে ম্যাচ শেষে গ্রিলিশ বলেছেন, ‘সত্যি বলতে কী, অবিশ্বাস্য। আমি এমন কিছু(হলান্ডের প্রতি ম্যাচে গোল) আমার জীবনে এর আগে দেখিনি। আমি শুধু হাসছিলাম। সে সব সময় জায়গা মতো (গোল করার পজিশনে) থাকে।’
শুধু গ্রিলিশ নিজে নন, প্রতিপক্ষের গোলকিপারের মুখেও হলান্ডকে নিয়ে কথা শুনেছেন তিনি। মার্কার প্রতিবেদন অনুসারে গ্রিলিশ বলেছেন, ‘আমি যখন হেঁটে আসছিলাম, প্রতিপক্ষের গোলকিপার আমাকে বলেছে, ‘সে মানুষ নয়!’ আশাকরি তার এই ফর্ম থাকবে এবং আমাদের অর্জনে ভূমিকা রাখবে।