আর্সেনালের জয়, ম্যানইউকে থামাল লেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে আর্সেনাল। টানা পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়ার ম্যাচে দারুণ ফুটবল খেলে জয়ে ফিরেছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল শনিবার চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের পক্ষে একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত, গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। আর চেলসির হয়ে একমাত্র গোলদাতা ট্যামি আব্রাহাম।
চলতি লিগে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল আর্সেনাল। সবশেষ গত ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। মাঝে সাত ম্যাচের পাঁচটিতেই তারা হেরেছিল। বাকিগুলোতে ড্র।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লাকাজেত।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত জাকা। ডি-বক্সের সামনে থেকে তার বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। এরপর ৫৬ মিনিটে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন সাকা। শেষদিকে শুধু একটি গোল শোধ করতে পেরেছে চেলসি।
আরেক ম্যাচে লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পক্ষে গোল দুটি করেন মার্কাস র্যাশফোর্ড ও ব্রুনো ফের্নান্দেস। অন্যদিকে লেস্টার সিটির হয়ে গোল করেন হার্ভে বার্নস। বাকিটি ছিল আত্মঘাতী গোলে।
লিগে ১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। ২৫ পয়েন্ট নিয়ে সাতে চেলসি। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ান লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে এভারটন।