আলাদাভাবে সবার শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুদলের প্রথম লড়াই। এর আগে মোট তিনধাপে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ দল। তিনধাপের কোনোটিতেই যাচ্ছেন না সাকিব আল হাসান। সবার শেষে আলাদাভাবে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নবনিযুক্ত টেস্ট অধিনায়ক।
প্রথম ধাপে গত ৩ জুন প্রথম বহর গিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। আজ সোমবার যাবে সবচেয়ে বড় বহর। যেখানে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলীরাসহ অনেকেই থাকবেন। ছুটিতে থাকা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ডও এদিন দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দেবেন।
পরিবার নিয়ে লন্ডনে থাকা লিটন দাস সেখান থেকেই উড়াল দিবেন অ্যান্টিগাতে। নুরুল হাসান সোহানও তাই করবেন। বাকিরা যাবেন মঙ্গলবার। তবে সবার শেষে যাবেন সাকিব।
৯ জুন ব্যক্তিগতভাবে ঢাকা ছাড়ার কথা সাকিবের। ১০ জুন অ্যান্টিগাতে দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
১৬ জুন থেকে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
টেস্ট স্কোয়াড : মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ।
টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহীদুল ইসলাম।