আসছে সৌরভের বায়োপিক, অভিনেতা কে জানেন?
দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতের সাবেক সফল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হবে। তবে বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন কে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাও কেটে গেছে। জানা গেল বায়োপিকে মূল চরিত্রে অভিনেতার নাম।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গুঞ্জন ছিল, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে প্রথম দিকে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। সেই গুনঞ্জই সত্যি হলো, মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকেই।
যদিও শুরুতে রণবীরের সময় পাওয়া নিয়ে জটিলতা ছিল। শেষ পর্যন্ত তিনি নাকি কাজ করতে রাজি হয়েছেন। সৌরভও রণবীরের ব্যাপারে সম্মতি দিয়েছেন। এছাড়াও ক্রিকেট খেলায় রণবীরের পারদর্শীতা অভিনয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, সবকিছু ঠিকঠাক থাকলে এই বায়োপিকের জন্য কিছুদিনের মধ্যেই কলকাতায় আসবেন রণবীর। সেখানে ইডেন গার্ডেন, সিএবি ও বিভিন্ন মাঠের পাশাপাশি বেহালায় সৌরভের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।
বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। বায়োপিকটি হবে সৌরভের দীর্ঘ যাত্রা, যেখানে তরুণ বয়সের দিনগুলো থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দেখানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে যেসব স্পোর্টস বায়োপিক মুক্তি পেয়েছে, এটিও সে রকম হবে। ধারণা করা হচ্ছে, এ সিনেমার বাজেট ২০০-২৫০ কোটি রুপির মতো।
এমএস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক। অতীতে রণবীর কাপুর বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এখন দেখার পালা অভিনয়ের মাধ্যমে পর্দায় সৌরভ গাঙ্গুলিকে কতটা ফুটিয়ে তুলতে পারেন তিনি।