আড়াইশ’তম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়
২৫০ তম এল ক্ল্যাসিকো, সান্তিয়াগো বার্নাব্যুতে শততম প্রতিযোগিতামূলক ক্ল্যাসিকো, সর্বশেষ দেখায় বার্সেলোনার কাছে ৪-০ গোলের পরাজয়ের দগদগে ক্ষত! কতো স্মৃতি নিয়ে মাঠে নামলো রিয়াল মাদ্রিদ। লা লিগার ৮ ম্যাচ শেষে দুই দলেরই সমান ২২ পয়েন্ট। রিয়াল-বার্সা যারা জিতবে, টেবিলে শীর্ষে উঠবে। চলতি সিজনে লিগে মোটে ১ গোল হজম করেছিল বার্সা। বার্সার রক্ষণভাগকে তেমন পরীক্ষা দিতে হয়নি। কিন্তু রিয়ালের বিপক্ষে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন ও রক্ষণ সেনারা এদিন হজম করলেন ৩ গোল। মাদ্রিদের নিয়মিত গোলরক্ষক থিবো কর্তোয়া না থাকায় অভিষিক্ত হন আন্দ্রে লুনিন।
শুরুর ৫ মিনিট বার্সা চাপে রাখলেও লুনিন সামলে নেন। ১২ মিনিটে টমি ক্রুসের পাস থেকে ভিনিসিয়াস জুনিয়র শট নিলে স্টেগান ফিরিয়ে দেন, ফিরতি শটে গোল করতে ভুল করেননি মাদ্রিদ দলপতি করিম বেনজেমা। ৩৫ মিনিটে ফারল্যান্ড মেন্ডির সহায়তায় মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোল করেন ফেদে ভালভার্দে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় জাভির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সা। একাধিক পরিবর্তন আনেন জাভি। বদলি হিসেবে নামা আনসু ফাতির পাস থেকে ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কমান ফেরান তরেস। ম্যাচ যখন জমে উঠেছে, তখন ৯১ মিনিটে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন রদ্রিগো। এনে দেন ৩-১ গোলের জয়।
এই জয়ে লা লিগার ৯ রাউন্ড শেষে ৮ জয় ও ১ ড্রতে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি বার্নাব্যুর শততম প্রতিযোগিতামূলক ক্ল্যাসিকোতে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাংকোসরা।