আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে হবে এই আসরটি। আজ রোববার মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
আরসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।
প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারবেন না দুই সেরা ক্রিকেটার পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক।
আবু ধাবিতে দলের অনুশীলনে ডান হাতে ব্যথা পান জাহানারা। অভিজ্ঞ এই বোলারের হাতে দুটি সেলাই পড়েছে।
আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আর বাছাই পর্ব থেকে উঠবে দুটি দল।