ইংলিশদের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
হতাশায় শুরু হয়েছে ঘরের মাঠে বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে আত্নবিশ্বাসী ইংলিশদের চোখ সিরিজ জয়ের স্বপ্ন। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। আমামীকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু দুপুর ১২টায়।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজ মানেই বাংলাদেশের দাপট। এই কথাটিকে ভুল প্রমাণ করল জস বাটলারের দল। উল্টো ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা। স্পিনারদের পাশাপাশি প্রথম ওয়ানডেতে আলো ছড়িয়েছেন ইংলিশ পেসাররাও।
প্রথম ওয়ানডেতে যে মিরপুরের উইকেটের রহস্য বুঝতেও ভুল করেছে বাংলাদেশ, তা পরিস্কার ব্যাটারদের ব্যর্থতায়। শুরুতে ব্যাটিংয়ে নেমে উড-রশিদদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তামিম-লিটনরা। তবে বাংলাদেশ না পারলেও ঠিকই উইকেটের ফায়দা নিয়ে ব্যাট করেছেন মালান-রশিদরা।
বাংলাদেশের পাশাপাশি কোচ হিসেবে শুরুটা ভালো হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। তাই তার জন্যও দ্বিতীয় ওয়ানডেতে ঘুঁরে দাঁড়ানো হবে বড় এক চ্যালেঞ্জ। দ্বিতীয় ম্যাচের আগে কোনো দলই আজ বৃহস্পতিবার (২ মার্চ) অনুশীলন করেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেও যে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে সফকারীরা তা অনুমেয়। এই ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।