ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ি
লিয়াম লিভিংস্টোনকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে, আগেই জানা গিয়েছিল। হয়েছেও তাই। সাড়ে ১১ কোটি রুপিতে তাঁকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এই ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে লড়াই করেছিল পাঞ্জাব ও কলকাতা। শেষের দিকে যোগ দেয় গুজরাট ও হায়দরাবাদ।
আইপিএলের ওয়েবসাইটের খবরে জানা গেছে, দ্বিতীয় দিনে প্রথমে ১০ কোটির ওপর দর ওঠে এই ইংলিশ অলরাউন্ডারের। শেষ পর্যন্ত এক কোটি বেজ প্রাইজে থাকা এই ক্রিকেটারকে সাড়ে ১১ কোটিতে পায় পাঞ্জাব।
২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল লিভিংস্টোনের। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন বিভিন্ন লিগে। গত বছর পাকিস্তানের বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরিতে নিজের ভালোভাবে চেনান এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো করায় আইপিএলের দলগুলোর কাছেও আগ্রহের তুঙ্গে রয়েছেন তিনি।
গত বছর আইপিএলে লিভিংস্টোনের গড় ছিল ৮.৪। স্ট্রাইক রেট ছিল ১০২.৪৪। বল করেননি। তিনি বেশ মারকুটে। বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। বল হাতে উইকেট নেন। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে মাত্র ৩৩ রান করেছিলেন। কিন্তু বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে লিভিংস্টোন করেছেন ২৮৫ রান। সর্বোচ্চ ১০৩ রান করেছেন। ১৪টি চার মেরেছেন। ছক্কা মেরেছেন ২০টি। ১২ উইকেট নিয়েছেন।