ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে ছুটছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। এবার সাকিব-মিরাজদের কল্পনার আকাশে এখন ডানা মেলছে ইংলিশদের বাংলাওয়াশের স্বপ্ন।
সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছিল বাংলাদেশ। সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। ক্যারিয়ারসেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। তাসকিন-হাসান মাহমুদরাও খেলেছেন নির্ভার ক্রিকেট।
একই সঙ্গে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। দলের জয়ের ম্যাচে ব্যাট হাতে নিয়মিত ভূমিকা রাখছেন তিনি। টপ অর্ডারে আরেক ওপেনার লিটন দাসের বাজে ফর্ম ভোগাচ্ছে বাংলাদেশকে। তবে সব চাপকে দূরে ঠেলে জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে মরিয়া বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। প্রথম দুই ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর শক্তি আছে জস বাটলারদের। নিজেদের শক্তি কাজে লাগিয়ে ইংলিশরাও চাইবে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে। এবার সাকিবদের সামনে সেই লক্ষ্য পূরণ হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।
সিরিজ ইতিহাস গড়া শেষ বাংলাদেশের। সামনে এখন হাতছানি ঐতিহাসিক সিরিজটাকে আরও রাঙিয়ে নেওয়ার। মধুর সমাপ্তি ঘটানোর।