ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় যেতে চান তামিম ইকবাল
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনও তরতাজা বাংলাদেশ দলের। বিশ্বসেরাদের দম্ভ গুঁড়িয়ে সিরিজের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই উন্নতি করছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। যেকোনো মাঠে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখে এই দলটি। বড় দলের বিপক্ষে নিয়মিত খেলতে পারলে উন্নতির জায়গা আরও প্রসারিত হতো বাংলাদেশের। কিন্তু সেই সুযোগ না পাওয়ার আক্ষেপে পুড়ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এ ব্যাপারে একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশের উচিত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলা।’ বেশ আক্ষেপের সুরেই এ কথা জানান তামিম। ভুল কিছু বলেননি তিনি। বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১০ সালে। অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারও দুই বছর আগে, ২০০৮ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন তামিম।
সেই সময়ের স্মৃতিচারণ করে তামিম বলেন, ‘১৩ বছর হয়ে গেল! ইনিংস দুটি সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। ক্যারিয়ার শেষে বলার মতো স্মৃতি এগুলো। তবে বংলাদেশ এখন যে অবস্থায় আছে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার উচিত আমাদের দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানানো।’
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলোতে মাঠে প্রবাসী বাংলাদেশি দর্শক ছিল চোখে পড়ার মতো। সেটি তুলে তামিম বলেন, ‘যদি ইংল্যান্ডের সঙ্গে তাদের মাঠে আমাদের সিরিজ হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের দর্শক বেশি থাকবে।’