ইংল্যান্ড দলে ফিরলেন বেয়ারস্টো-মার্ক উড
উড়ন্ত জয়ে শুরু করলেও সিরিজের দ্বিতীয় টেস্টে হতাশায় ডুবেছে ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার টেস্টের চতুর্থদিন ভারতের কাছে ৩১৭ রানে হেরেছে ইংলিশরা। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবার তৃতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই সফরকারীদের।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদের দলে ডাক পেয়েছেন জনি বেয়ারস্টো ও মার্ক উড। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল তাঁদের।
আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি। ওই ম্যাচটি হবে দিবা-রাত্রির। এই প্রথম গোলাপি বলের ক্রিকেটে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ম্যাচটির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এর আগে প্রথম দুই টেস্টের জন্য ১৬ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। পরে চোট পেয়ে দুই টেস্ট থেকেই ছিটকে যান জ্যাক ক্রলি। তিনিও ফিরেছেন তৃতীয় টেস্টে।
ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।