ইউক্রেন ম্যাচের নতুন সূচি ঠিক হয়েছে
রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে গত মার্চের শুরুতে ইউক্রেনের ম্যাচটি স্থগিত হয়েছিল। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ম্যাচটি খেলার কথা ছিল তাদের। গত ২৪ মার্চ মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। ম্যাচটির আবার নতুন সূচি ঠিক হয়েছে।
ইউরো স্পোর্টসের খবরে জানা গেছে, ইউক্রেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের নতুন সূচি ঠিক হয়েছে। আগামী ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। উয়েফা এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
এর আগে গ্লাসগোতে গত মার্চে ম্যাচটি হওয়ার কথা ছিল। যুদ্ধের কারণে ইউক্রেনের অনুরোধে ম্যাচটি স্থগিত করেছিল ফিফা।
এদিকে ইউক্রেন ও স্কটল্যান্ডের ম্যাচে জয়ী দল ৫ জুন ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে যে দল জিতবে তারা কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
কাতারের দোহায় গত ১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপের ড্র। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।
আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন গ্রুপে কোন দেশ খেলবে।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে যুদ্ধবিরতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়া ও ইউক্রেন কয়েক দফায় বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ।