ইউরোপা লিগের সেমিফাইনালে উঠতে পারল না বার্সেলোনা!
প্রতিপক্ষ দলটি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বার্সেলোনার তুলনায় অনেকটাই পিছিয়ে। জার্মান দলটির কাছেই কি না হেরে বসল স্প্যানিশ জায়ান্ট দলটি। বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-২ গোলে হারাল আইনট্রাখট। দুই লেগ মিলে ৪-৩ গোলে এগিয়ে থেকে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে জার্মান ক্লাবটি।
প্রথম লেগে ১-১ গোলে ড্র ছিল। কিন্তু দ্বিতীয় লেগে এসে আর পারল না বার্সেলোনা। যদিও ম্যাচে বার্সেলোনার আধিপত্য ছিল। তবে আক্রমণে এগিয়ে ছিল আইনট্রাখট।
ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি পায় আইনট্রাখট। সার্বিয়ান মিডফিল্ডার ফিলিপ কোস্তিচ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মান ক্লাবটি। রাফায়েল বোর করেন গোলটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৬৭ মিনিটে আইনট্রাখট ৩-০ গোলে এগিয়ে যায়। কোস্তিচ ডি-বক্সে বল পেয়ে আলতো শটে জালে পাঠান বল। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল।
খেলার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় জ্বলে উঠে বার্সেলোনা। ৯ মিনিটের ইনজুরি সময়ে দুটি গোল করে তারা।
ইনজুরি সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে বার্সেলোনার পক্ষে প্রথম গোল করেন বুসকেতস।
ম্যাচের শেষ মুহূর্তে লুক ডি ইয়ংকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। আইনট্রাখটের ফরাসি ডিফেন্ডার এভান এর জন্য লাল কার্ড পান। পেনাল্টি থেকে মেমফিস ডিপাইয়ে গোল করেন।