ইউরোপের কোন দল সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে?
২০২২ ফিফা বিশ্বকাপ প্রায় কাছাকাছি। আগামী নভেম্বর-ডিসেম্বরে বসছে আসরটি। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে কোন ৩২টি দল কাতারে খেলবে।
উয়েফা অঞ্চল থেকে ১৩টি দল এবারের বিশ্বকাপে খেলবে। দল গুলো হলো— বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও ওয়েলস।
জার্মানি ও ইতালি হলো সবচেয়ে সফল ইউরোপীয় দল, প্রত্যেকে চারবার করে বিশ্বকাপ জিতেছে। জার্মানি ২০বার এবং ইতালি ১৮বার বিশ্বকাপে খেলেছে। তবে এবার ইতালি নেই বিশ্বকাপে। বাছাই পর্ব থেকে বাদ পড়েছে তারা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এ বছর বিশ্বকাপে ১৬তম বার অংশ নেবে। তারা ইতিহাসে দুবার ট্রফি জিতেছে।
কোন ইউরোপীয় দল সবচেয়ে বেশিবার বিশ্বকাপে খেলেছে?
জার্মানি ২০ বার : ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২।
ইতালি ১৮ বর : ১৯৩৪, ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪।
ফ্রান্স ১৬ বার : ১৯৩০, ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২।
স্পেন ১৬ বার : ১৯৩৪, ১৯৫০, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২।
ইংল্যান্ড ১৬ বার : ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২।
বেলজিয়াম ১৪ বার : ১৯৩০, ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪, ১৯৭০, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০১৪, ২০১৮, ২০২২।