ইউরোপ সেরার লড়াই আজ শুরু
অপেক্ষার অবসান হলো। আজ মঙ্গলবার রাতে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এবারের আসরে অংশ নিচ্ছে ৩২টি দল।
আজ রাতে গ্রুপ পর্বের আটটি ম্যাচে লড়াইয়ে নামবে ১৬টি দল। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় দিনামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি। বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে কোপেনহেগেনের।
রাত ১টায় মুখোমুখি হবে বেনফিকা ও মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ ও এসি মিলান, সেল্টিক ও রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ ও শাখতার দোনেৎস্ক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে পিএসজি ও জুভেন্টাস। সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির।
আগামীকাল বুধবার মাঠে নামবে ফেভারিট লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখসহ ১৬টি দল।
এই আসরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকতেন সবচেয়ে বেশি আলোচনায়। তবে এবার একজন নেই। রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের টিকেট পায়নি। তাই পর্তুগিজ তারকা এই আসরে খেলতে পারছেন না। অবশ্য মেসির দল পিএসজি আসরে আছে। তাই আর্জেন্টাইন তারকা কেমন করেন সে দিকে তাকিয়ে থাকবেন সবাই।
চ্যাম্পিয়নস লিগে কে কার মুখোমুখি হবে
দিনামো জাগরেব-চেলসি, রাত ১০-৪৫ মিনিট
ডর্টমুন্ড-কোপেনহেগেন, রাত ১০-৪৫ মিনিটি
পিএসজি-জুভেন্টাস, রাত ১টা
সেভিয়া-ম্যানচেস্টার সিটি, রাত ১টা
সেল্টিক-রিয়াল মাদ্রিদ, রাত ১টা
বেনফিকা ও মাক্কাবি হাইফা, রাত ১টা
আরবি জালসবুর্গ ও এসি মিলান, রাত ১টা
আরবি লিপজিগ ও শাখতার দোনেৎস্ক, রাত ১টা