ইডেন গার্ডেনসে ৭৫ শতাংশ দর্শক খেলা দেখতে পারবে
ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি এখনো খুব একটা স্বাভাবিক নয়। এই শঙ্কার মধ্যেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে ৭৫ শতাংশ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে রজ্য সরকার।
ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, আগামী ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। এর আগে ৬, ৯, ও ১১ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আহমেদাবাদে।
এই সিরিজের ছয়টি ম্যাচ হওয়ার কথা ছিল ছয়টি শহরে। ওমিক্রন সংক্রমণের কারণে ভ্রমণ জটিলতা এড়াতে ভেন্যু কমিয়ে দেয় বিসিসিআই।
এই করোনা পরিস্থিতিতে গত নভেম্বরে ইডেনে অনুষ্ঠিত হয়েছিল ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ৭০ শতাংশ দর্শক খেলা দেখেছিল সেই ম্যাচে। এবার সেটা বাড়িয়ে ৭৫ শতাংশ দর্শক করা হয়েছে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এ ব্যপারে বলেন, ‘খুবই ভালো খবর। ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর এটা। দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবে।’