ইতালিকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ফুটবলে সময়টা ভালোই কাটছে আর্জেন্টিনার। ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে অজেয় দলটি। নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকেটও। তবুও ফাইনালিসিমার লড়াইয়ে ইতালিকে নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজেদের অবস্থান নিয়ে একেবারে নির্ভার নন আর্জেন্টাইন কোচ।
আজ বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার লড়াই অনুষ্ঠিত হবে।
ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দুই সেরা দলকে নিয়ে আয়োজিত এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা'। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ফাইনালিসিমাতে আজ রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা।
প্রায় তিন বছর ধরে কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ম্যাচে তাই দক্ষিণ আমেরিকার দলটিকেই ফেভারিট ভাবা হচ্ছে। যদিও আর্জেন্টিনা নিজেদের সেভাবে ভাবছে না। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করেই জয়ের আশা দেখছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।
ইতালির বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনোই মনে করা যাবে না যে আমরা অজেয়। লোকজন আমাদের চ্যাম্পিয়ন মনে করে এবং আমাদের অর্জন তারা উপভোগ করে, এটা ভালো। কিন্তু পথচলা থামে না, তাই আমরা নির্ভার হতেও পারি না। একজন কোচ হিসেবে আমাকে খেলোয়াড়দের সতর্ক করতে হবে।’
রাশিয়া বিশ্বকাপের পর কাতার বিশ্বকাপেও নেই ইতালি। বিশ্বকাপের বাছাই পর্বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইতালির। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও কোনোভাবেই ইতালিকে ছোট করে নিচ্ছেন না আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, ‘সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই,কারণ এটি একটি ট্রফির লড়াই। এই জার্সি পরে আমাদের সবসময় সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপ।’
গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা। যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হচ্ছে ম্যাচটি।