ইতালিতে যেতে রাজি ডি মারিয়া
এই মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার। এর পর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে কোন ক্লাবে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। শেষ পর্যন্ত জানা গেছে খবরটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইতালিতে যাচ্ছেন। দ্রুতই নাকি তাঁর সঙ্গে জুভেন্টাসের চুক্তি হচ্ছে।
পিএসজিতে দীর্ঘ প্রায় সাত বছর ছিলেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে ২৯৫ ম্যাচে ৯২টি গোল করেছেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে ছিলেন তিনি।
মার্কার খবরে জানা গেছে, দ্রুতই ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তি করতে পারেন পল পগবাও। এইর মধ্যে নাকি পগবার সাথে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।
লা গাজেটা ডেলো স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পগবা এবং পিএসজির সাথে ডি মারিয়ার চুক্তি ৩০ জুন শেষ হয়েছে। তাঁরা এখন ফ্রি এজেন্ট।
জুভেন্টাস পরবর্তী মৌসুমের জন্য শক্তিশালী দল গঠন করার কাজ করছে। এর জন্য বিশ্বমানের খেলোয়াড় দলে নিতে চেষ্টা করছে তারা।