ইনশা আল্লাহ ভারতকে হারাবে পাকিস্তান : ইমরান খান
বাংলাদেশ সময় আজ রোববার রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ক্রিকেটবিশ্ব।
‘হাইভোল্টেজ’ ম্যাচ নিয়ে নানাজন নানান কথা বলছেন। এবার বললেন ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। এ ম্যাচে পাকিস্তানের পক্ষেই বাজি ধরলেন ইমরান। গতকাল শনিবার ইমরান খান বলেন, ‘ইনশা আল্লাহ কাল (রোববার) ভারতকে হারাবে পাকিস্তান।’
পাকিস্তানের জিও টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ‘হাইভোল্টেজ’ এই ম্যাচের আগে আরো একবার ভারতের বিপক্ষে অবস্থান নিলেন। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে। নিজের একজন উপদেষ্টার সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতকে হারানোর ব্যাপারে এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার বরাত দিয়ে করা জিও টিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান খান পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলকে নিয়ে বলেন, ‘ভারতের এই দলকে হারানোর মতো যোগ্যতা রয়েছে। ইনশা আল্লাহ পাকিস্তান আগামীকাল (রোববার) ভারতকে হারাবে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ১২ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপে সাতবার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার দেখা হলেও পাকিস্তানের ভাগ্যে জয় আসেনি কখনো। এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্যে নামতে হচ্ছে পাকিস্তানকে।