ইনস্টাগ্রামে রোনালদো-মেসির পরই কোহলি
লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন বিরাট কোহলি। ভারতের তিন ফরম্যাটের নেতৃত্বও হারিয়েছেন তিনি। কিন্তু খারাপ সময় পার করলেও তাঁর জনপ্রিয়তা একটু কমেনি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ মিলিয়ন ফলোয়ারের দেখা পেলেন কোহলি। ইনস্টাগ্রামে কোহলির চেয়ে ফলোয়ার বেশি কেবল দুজনের। তাঁরা হলেন সময়ের দুই জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার হলো রোনালদোর। জনপ্রিয়তায় সবার ধরা ছোঁয়ার বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা। ইনস্টাগ্রামে তাঁকে ৪৫১ মিলিয়ন মানুষ অনুসরণ করেন।
এর পরেই অবস্থান মেসির। আর্জেন্টাইন তারকা ইনস্টাগ্রামে ৩৩৪ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। মেসি ও রোনালদোর পরই অবস্থান ভারতীয় সুপারস্টারের। এই প্লাটফর্মে ২০০ মিলিয়ন মানুষ তাঁকে ফলো করেন। ১৭৫ মিলিয়ন অনুসারী নিয়ে কোহলির পর আছেন পিএসজি তারকা নেইমার।
অনুসারী সংখ্যা ২০০ মিলিয়ন টপকে যাওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কোহলি। এক বার্তায় কোহলি বলেছেন, ‘২০০ মিলিয়ন শক্তিশালী প্লাটফর্ম। সব রকম সমর্থনের জন্য ইনস্টাগ্রাম পরিবারকে ধন্যবাদ।’
আগামীকাল থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে এই সিরিজের দলে কোহলি। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।