ইরানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত পুল ‘বি’-এর ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল।
৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইরান ও ইন্দোনেশিয়া।
ম্যাচে হারলেও প্রথম কোয়ার্টারে চমকে দেয় ইরান। চতুর্থ মিনিটের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদশের পক্ষে সমতা ফেরান আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারে সাফল্য পায় বাংলাদেশ। ২৯ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন (২-১)।
তৃতীয় কোয়ার্টারেও আধিপত্য দেখায় লাল-সবুজের দল। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান ব্যবধান বাড়ান। পরের মিনিটে মিলন হোসেন দলের পক্ষে চতুর্থ গোল করেন। ৩৯ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে পঞ্চম এবং ব্যক্তিগত তৃতীয় গোল করেন।
শেষ কোয়ার্টারে রোমান সরকার বাংলাদেশের পক্ষে ষষ্ঠ গোল করেন। আগামী বৃহস্পতিবার শক্তিশালী ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।