ইলিশ মাচ খেতে চান অস্ট্রেলীয় অধিনায়ক
এবারের আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলটির হয়ে খেলতে এরই মধ্যে কলকাতায় অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে গিয়ে শুনেছেন বাংলা নববর্ষ সম্পর্কে। তাই বাঙালির প্রিয় খাবার ইলিশ মাচ খেতে চান এই অস্ট্রেলীয় তারকা।
কলকাতা নাইটরাইডার্সের টুইটার অ্যাকাউন্টে এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘শুনেছি সামনেই বাংলা নববর্ষ। সে সময় ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আছে। তবে এখনো ইলিশ মাছ খাইনি। আমি হয়তো এই দেশের মতো করে ইলিশ রান্না করতে পারব না। তবে মাছটি খেয়ে ভালো লাগলে আমি রেসিপি দেশে নিয়ে রান্না করার চেষ্টা করব। হয়তো কাছাকাছি স্বাদ আনতে পারব।’
চলমান আইপিএলের নিলামে প্রথমে দল পাননি ফিঞ্চ। পরে এলেক্স হেলসের বদলি হিসেবে তাঁকে দলে নেয় কলকাতা।
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন ফিঞ্চ। তিনি প্রথম আইপিএল খেলেন ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর দিল্লি ডেয়ারডেভিলস ২০১১ ও ২০১২ সালে, পুনে ওয়ারিয়র্সে ২০১৩, সানরাইজার্স হায়দরাবাদে ২০১৪ সালে, মুম্বাই ইন্ডিয়ানসে ২০১৫ সালে, গুজরাট লায়নসে ২০১৬ ও ২০১৭ সালে, কিংস ইলেভেন পাঞ্জাবে ২০১৮ সালে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ২০২০ সালে খেলেন। এবার কলকাতায় যোগ দেন।