উইকেটের পেছনে থেকে কী ভাবেন ধোনি?
ভারতীয় ক্রিকেটের বড় নাম দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি নিজের সময়ে পারফরম্যান্সেও তিনি ছিলেন উজ্জ্বল। উইকেটের পেছনে দাঁড়িয়ে বৃদ্ধিদৃপ্ত নেতৃত্বের কারণে প্রশংসিত তিনি। কিন্তু উইকেটের পেছনে দাঁড়িয়ে কী ভাবেন সাবেক এই ভারতীয় তারকা।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। উত্তজনা ছড়ানো ম্যাচটিতে এক সময় দেখে মনে হয়েছিল, আরসিবি ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। তার নেপথ্যে খানিকটা হলেও ধোনির মেধা রয়েছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে কী ভাবছিলেন তিনি।
ধোনি বলেছেন, ‘আমি উইকেটের পিছনে দাঁড়িয়ে সব সময় খেলা নিয়েই ভাবি। কীভাবে ম্যাচ জেতা যাবে সেটাই আমার মাথায় ঘোরে। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কী হবে সেটা না ভেবে কী ভাবে জিতব সেটা ভাবতে থাকি।’
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে বোলারদের বেশ কৌশলে ব্যবহার করেন ধোনি। তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, মাহেশ থিকশানা ও মঈন আলিকে ব্যবহার করেছেন। দুরন্ত ছন্দে থাকা ফ্যাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়েছেন। শিশির পড়ায় বল করতে সমস্যা হলেও বোলারদের পাশে থেকেছেন ধোনি।
শেষ দিকে দলের বোলিং নিয়ে ধোনি বলেছেন, ‘চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করা খুব মুশকিল। একে ছোট মাঠ, তার পর শিশির পড়ে। তাই বোলাররা রান দেবেই। কিন্তু তাদের পাশে থাকতে হবে। বোঝাতে হবে, কী ভাবে উইকেট নেওয়া যায়। বেঙ্গালুরুর বিরুদ্ধে উইকেট না নিতে পারলে আমরা জিততে পারতাম না। সেটা হয়েছে বলেই জিতেছি।’