উইকেট হারিয়ে মন্থর গতিতে এগোচ্ছে ভারত
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকেই আউট হন ভারতের ওপেনার লোকেশ রাহুল (৫)। ১.৪ ওভারে দলীয় ৯ রানে ক্রিস ওকসের এক্সটা বাউন্সে পরাস্ত হন তিনি। বল ব্যাট ছুঁয়ে চলে যায় জস বাটলারের গ্লাভসে। এরপরে কিছুটা প্রতিরোধের আভাস দিয়ে ফিরেছেন রোহিত শর্মাও। তিনি করেন ২৭ রান। অধিনায়কের বিদায়ের পর অ্যাডিলেডে কিছুটা চাপে ভারত। সেই সঙ্গে মন্থর গতিতে এগোচ্ছে ভারত।
আজ বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ভারত। পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে ভারত। নবম ওভারে তারা হারায় রোহিতের উইকেট।
রাহুলের পরে উইকেটে এসে বিরাট কোহলি ও রোহিত শর্মা ৩৭ রানের জুটি গড়েছেন। এ জুটিতে ভর করে ধীরে ধীরে রান আগাচ্ছে ভারতের স্কোরবোর্ডে।
এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তান। আজ ঠিক হবে আরেক প্রতিপক্ষ। আজকের ম্যাচে জয়ী দল আগামী ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।
‘বি’- গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে আসে ভারত, ‘এ’- গ্রুপের রানার্সআপ ইংল্যান্ড। চলতি আসরে ভারত আছে দুর্দান্ত ফর্মে। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। বাকি চার ম্যাচে জিতেছে আধিপত্য রেখে। অপরদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ ইংল্যান্ডও কেবল এক ম্যাচেই হেরেছে। সেমি জিততে ইংলিশরা রয়েছেন চনমনে মেজাজে।
৯ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান।