উচ্চাশা নিয়ে সতর্ক করলেন সাকিব
আবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি তিনি এই দায়িত্ব পান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ কেমন তা নিয়ে এখন চলছে আলোচনা। তবে দ্রুত সাফল্য পাওয়ার প্রত্যাশা থেকে মানুষকে সতর্ক করে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে বাংলাদেশ দলের অধিনায়ক নিযুক্ত করেছে বিসিবি। আর শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপে দলের পারফরম্যান্সে ব্যাপক পরিবর্তনের আশা করছেন না সাকিব। সত্যিকারের উন্নতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে বলে মনে করেন তিনি।
এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমার লক্ষ্য হলো বিশ্বকাপে ভালো করতে করা। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা বিশ্বকাপে আমাদের সত্যিকারের উন্নতি দেখা যাবে। তবে এখনই কোনো সাফল্য আশা করা ঠিক হবে না। বিশেষ করে এশিয়া কাপে বড় কিছু আশা করার পক্ষে আমি নই।’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। ২৭ আগস্ট ম্যাচটি হবে। পরদিন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। দুবাই ও শারজায় ম্যাচগুলো হবে।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ভারত ও পাকিস্তান ‘এ’ গ্রুপে। বাছাইপর্ব থেকে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাতের মধ্য একটি দল খেলবে ‘এ’ গ্রুপে।