উচ্ছ্বাসে এখনই গা ভাসাতে চান না মাহমুদউল্লাহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়। উচ্ছ্বাসের মাত্রা বেশি হওয়ারই কথা। সেই উচ্ছ্বাসে এখনই গা ভাসাতে চান না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মাটিতে পা রেখে পরের ম্যাচে ভালো করার তাগিদ দিলেন তিনি।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে এত কম পুঁজি নিয়ে জয়টা মোটেই সহজ ছিল না বাংলাদেশের জন্য। মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে অসাধ্য সাধন করেছে লাল-সবুজের দল।
যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনোই জয়ের স্বাদ পায়নি, সে অসিদেরই এবার হারিয়ে দিল বাংলাদেশ। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা দলগতভাবে আলোচনা করছিলাম যে, ১০ রান কম হয়ে গেছে। তাই আমাদের ভালো ফিল্ডিং করতে হবে। সত্যি বলতে ছেলেরা প্রাণবন্ত ছিল, জয়ের ক্ষুদা ছিল। বোলাররা তাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছে। বোলিংয়ের সঙ্গে আসলে আক্রমণাত্মক মানসিকতা থাকা দরকার ছিল, আমরা সেটাই করেছি।’
বাংলাদেশ অধিনায়ক তাগিদ দেন পরের ম্যাচে ভুল শুধরে আরও গুছিয়ে নেওয়ার, ‘এই জয়ে আমরা এখনই ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া। এই ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, নিশ্চিত করা। প্রথম বল থেকে সেরাটা দেওয়া। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ১০৮ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।
এর আগে চারবার অসিদের মুখোমুখি হয় বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হয়। আর প্রথম সিরিজেই বাংলাদেশ পেল প্রথম জয়ের স্বাদ।