উৎসবের দিনে রামোসকে মনে পড়ল মার্সেলোর
আগের মতো নিয়মিত একাদশে সুযোগ মেলে না মার্সেলোর। তবে গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে তিনিই করলেন অধিনায়কত্ব। তাঁর নেতৃত্বে বড় জয় নিয়ে লা লিগায় রেকর্ড ৩৫তম শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের আনন্দে পুরো দল যখন মাতোয়ারা তখন রিয়ালের সাবেক অধিনায়ক সার্জিও রামোসকেও মনে পড়ে গেল ব্রাজিল তারকা মার্সেলোর।
গতকাল শনিবার রাতে শিরোপা জিততে এস্পানিওলের বিপক্ষে স্রেফ ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো রিয়ালের। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল শুধু নিয়ে সন্তুষ্ট নয় বরং তুলে নিয়ে বিশাল জয়। বড় জয়ে শিরোপার উৎসবে ভাসল এবারের চ্যাম্পিয়নরা।
লা লিগার ম্যাচে গতকাল রাতে এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়াল মাদ্রিদের রেকর্ড ৩৫তম লা লিগা শিরোপা। আর অধিনায়ক হিসেবে মার্সেলোর প্রথম শিরোপা। ম্যাচ শেষে দেবীর উপর পতাকা এবং স্কার্ফ রাখার দায়িত্ব পালন করেন মার্সেলো। যেটা আগে করতেন সাবেক অধিনায়ক রামোস। যিনি এখন আছেন পিএসজিতে।
রামোস একবার এই দায়িত্ব পালন করতে মার্সেলোকে নিয়ে গিয়েছিলেন। ওই স্মৃতিই মনে পড়ে যায় ব্রাজিল তারকার। মার্কার প্রতিবেদন অনুসারে রামোসকে নিয়ে মার্সেলো বলেন, ‘এটা চমৎকার কিছু। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ব্যাপারটি করতে পেরে খুবই ভালো লাগছে। আমি সার্জিও রামোসকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে একবার সেখানে নিয়ে গিয়েছিলেন।’
এরপর সান্তিয়াগো বার্নাব্যুর ভক্তদের নিয়ে রিয়াল মাদ্রিদের তারকা বলেন, ‘অনুরাগীদের সাথে এই সাফল্য উদযাপন করা সবচেয়ে ভালো জিনিস। এই পার্টিটি তাদের জন্য। এটা একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় আনন্দ, ঘরের খেলার পর ভক্তদের সাথে উদযাপন করা। এটা পরম আনন্দ।’