এই ভুল আমি ক্ষমা করব না, হারের পর মেসিদের কোচ
চ্যাম্পিয়নস লিগ নিয়ে পিএসজির প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হলো না। সঙ্গে যোগ হলো হতাশা। বড় হারে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো প্যারিসের ক্লাবটিকে।
তবে ম্যাচ শেষে বড় আলোচনায় প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার করিম বেনজেমার করা প্রথম গোল। গোলটি কোনোভাবে মানতে পারছে না পিএসজি। দলটির কোচ পচেত্তিনোর মতে, ওই গোলটির কিছুতেই ক্ষমা করবেন না তিনি।
রিপাবলিকান ওয়াল্ড ডটকমের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘আমি মনে করি, প্রথম গোলটি খেলাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি ভাবছি তখন ভিএআর কী করেছে? আমাদের গোলকিপারের উপর এটি ফাউল করা হয়েছে। এটা লজ্জার কারণ। আপনি যখন আবার রিপিড অ্যাকশনগুলো দেখবেন, এটা পরিস্কার একটা ফাউল হবে। এর পরেই ম্যাচ বদলে গেছে। সেই গোলটা বদলে দিয়েছে সবকিছু। আমার মনে হয়, এই বড় ভুলের কথা না বলে থাকা অসম্ভব। এটা মেনে নেওয়া কঠিন। আমি এটা ক্ষমা করব না।’
পচেত্তিনো আরো বলেন, ‘এমন মনে হচ্ছে যে, এটি অনেক অবিচার করা হয়েছে। ওই গোলের পর ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড়দের আবেগে বদল এসেছে, সেটার জন্য আমাদের ভুগতে হয়েছে। আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল গোলটা। কারণ আমরাই দুই লেগ মিলিয়ে ভালো খেলেছি। ১৮০ মিনিটের হিসাবে আমরাই ভালো খেলেছি, কিন্তু ১-১ হয়ে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের আর হারানোর কিছু ছিল না। ওটা ভুল নয়, কারণ ওটা নিশ্চিত ফাউল। আমি ৩০-৪০ বার দেখেছি, প্রত্যেক কোণ থেকে দেখেছি এটা ফাউল।’
গতকাল বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল।
যদিও ম্যাচের প্রথমার্ধটা ছিল পিএসজির পক্ষেই। প্রথম লেগে গোল করা এমবাপ্পে দ্বিতীয় লেগেও পিএসজিকে লিড এনে দেন।
কিন্তু, বিরতির পর পুরো চিত্রটাই বদলে দিলেন বেনজেমা। ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের বড় ভুলে প্রথম গোল হজম করে পিএসজি। অনেক দূর থেকে গোলরক্ষককে অহেতুক ব্যাকপাস দিলেন মার্কো ভেরাত্তি। সতীর্থকে পাস বাড়াতে এক মুহূর্ত দেরি করে ফেললেন দোন্নারুম্মা। চাপ ধরে রাখতে না পেরে ভিনিসিউসের পায়ে বল তুলে দিলেন পিএসজি গোলরক্ষক। তাঁর থেকে বল অনেকটা কেড়ে নিয়ে ফাঁকা জালে বল পাঠান বেনজেমা। এরপর করেন আরো দুটি গোল।
সমস্যা তৈরি হয় প্রথম গোলটি নিয়েই। পিএসজির দাবি, তাদের গোলকিপার দোন্নারুম্মার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তাঁকে ফাউল করেছেন রিয়াল স্ট্রাইকার বেনজেমা। পিএসজি বলছে, সেখানে গোল না দিয়ে পিএসজির পক্ষে ফ্রি-কিক দেওয়া উচিত ছিল।