এএফসি কাপে বসুন্ধরা কিংসের দারুণ সূচনা
বাংলাদেশের ফুটবলে দাপিয়ে বেড়ানো বসুন্ধরা কিংস এএফসি কাপেও দারুণ সূচনা করেছে। মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে এএফসি কাপে নিজেদের মিশন শুরু করল মালদ্বীপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বসুন্ধরা কিংস।
গতকাল বুধবার রাতে মালদ্বীপের রাজধানী মালেতে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে কিংসরা। মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরুফানের আত্মঘাতী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রবিনিয়ো।
রাশমি ধান্দু স্টেডিয়ামে অবশ্য ২৫ মিনিটেই উৎসবের উপলক্ষ পেয়ে যায় কিংসরা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কিংসরা। নিজেদের বক্সকে বিপন্মুক্ত করতে গিয়ে শট নেন মাজিয়ার মোহামেদ ইরুফান। কিন্তু, বিপদ থেকে উদ্ধার করার বদলে গোলরক্ষকের ওপর দিয়ে বল চলে যায় গোলবারে।
এরপর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংসরা। মাজিয়া অধিনায়ক ইরুফানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।
শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রাখে বসুন্ধরা কিংস। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বাংলাদেশের ক্লাবটি। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে কিংস।