একই ফ্রেমে গুরু-শিষ্য
তাসকিন আহমেদের সঙ্গে মাশরাফী বিন মোর্ত্তজার কেমিস্ট্রি টাইগার দর্শকরা প্রথম দেখেছিলেন ২০১৫ সালে। দলের কোনো সাফল্যে লাফিয়ে উঠে বুক মিলিয়ে উদযাপন করতেন তাঁরা। মাশরাফীকে বড় ভাই হিসেবেই মানেন তাসকিন। সময় সুযোগ পেলে প্রিয় ভাইয়ের কাছ থেকে টিপস নিতেও ভুলেন না তাসকিন। তাঁদের এই সম্পর্কটা অনেকটা গুরু-শিষ্যের মতো।
জাতীয় দলে অভিষেকের পর থেকেই অধিনায়ক হিসেবে মাশরাফীকে পেয়েছিলেন তাসকিন। তাঁর ছায়ায় বেড়ে উঠেছেন তরুণ এই পেসার। ফরামর্শ ও ভালোবাসায় যেন আরো উজ্জ্বল হয়ে উঠে তাসকিনের ক্যারিয়ার। অনেকেই বলে থাকেন ভবিষ্যতের মাশরাফী তিনি।
তাসকিনের আদর্শও মাশরাফী। নিজের জার্সি নাম্বার কেন ‘৩’, সেটির ব্যাখ্যায় তাসকিন একবার বলেছিলেন, ‘গুরুর পর শিষ্য। গুরু পরেন ২ নম্বর জার্সি। আমি ৩।’
দুজের ক্যারিয়ারে কিছু মিল রয়েছে। ‘গুরু’ মাশরাফীর মতো তাঁকেও একবার দুঃখ পেতে হয়েছিল। ২০১১ বিশ্বকাপের তিন মাস আগে প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মাশরাফী। তাই সেবার ঘরের মাঠে বিশ্বকাপে খেলার সুযোগ পাননি বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক। তেমনি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তাসকিন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফীর কাছে পরামর্শ নিয়েছিলেন তাসকিন। তাসকিনকে সহায়তা করতে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। দুজনের সম্পর্ক এমনই, ভালোবাসার। কাছে পেলে স্মৃতিটা ধরে রাখতে ভুলেন না তাসকিনও।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাসকিন-মাশরাফীকে দেখা গেল একই ফ্রেমে। আর এই ছবিটি ফেসবুকে শেয়ার করেন তাসকিন নিজেই।